
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বিমান হামলার মধ্যেই ফিলিস্তিনি সংগঠন হামাস এক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। জিম্মি মুক্তির পরও থামেনি বোমাবর্ষণ। সোমবারের (১২ মে) ভয়াবহ হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৯ জন ফিলিস্তিনি। খবর দিয়েছে আলজাজিরা।
মুক্তিপ্রাপ্ত জিম্মির নাম এডান আলেকজান্ডার। তিনি মার্কিন ও ইসরায়েলি দ্বৈত নাগরিকত্বধারী একজন সেনাসদস্য ছিলেন বলে নিশ্চিত করেছে হামাস।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হামলায় এখন পর্যন্ত ৫২ হাজার ৮৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জন। তবে গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষ চাপা পড়ে নিখোঁজ রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অবিলম্বে গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গাজার সম্পূর্ণ জনগোষ্ঠী এখন দুর্ভিক্ষের চরম ঝুঁকিতে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে তারা মধ্যস্থতাকারী দেশ কাতারে প্রতিনিধি পাঠাবে। তবে ঘোষণা এসেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত থাকবে।