
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আজ ১৩ মে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের ওপর আবার যদি কোনো সন্ত্রাসী হামলা হয়, তবে আগের মতোই কঠোর ও উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে এবং ২০১৯ সালে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জবাবে ভারত যেভাবে প্রত্যাঘাত করেছিল—বালাকোটে বিমান হামলা চালিয়ে—ঠিক তেমন জবাবই আবারও দেওয়া হবে।
পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে ভারতীয় বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে মোদি বলেন, “সন্ত্রাসের মালিকরা আজ বুঝে গেছে—ভারতের দিকে চোখ তুলে তাকালে তার একটাই পরিণতি: ধ্বংস ও সর্বনাশ।”
তিনি আরও বলেন, “আমরা ঘরে ঢুকে মারি—এটা প্রমাণ করেছি। ভারতীয় স্থল, নৌ ও বিমান বাহিনী একসঙ্গে পাকিস্তানকে জবাব দিয়েছে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি—পাকিস্তানে সন্ত্রাসীদের জন্য আর কোনো নিরাপদ আশ্রয় নেই।”
এদিন ভোরে (৬:১৫ মিনিটে) মোদি আদমপুর ঘাঁটিতে পৌঁছান এবং এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন। যদিও পাকিস্তান দাবি করেছিল যে, এই ঘাঁটিতে তারা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে, তবে ভারতীয় মিডিয়া সূত্রে জানা গেছে, সেই দাবি পুরোপুরি মিথ্যা। মোদিকে বহনকারী বিমানটি ওই ঘাঁটির রানওয়েতেই নিরাপদে অবতরণ করে এবং তিনি ঘাঁটির কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মোদি লেখেন, “আজ সকালে আদমপুর ঘাঁটিতে গিয়েছিলাম, যেখানে আমাদের সাহসী বিমান যোদ্ধা ও সৈন্যদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। তারা আমাদের জাতির গর্ব। সাহস, অঙ্গীকার ও নির্ভীকতার প্রতীক তারা।”
তিনি আরও বলেন, ভারত চিরকাল কৃতজ্ঞ থাকবে তার সশস্ত্র বাহিনীর অবদান ও ত্যাগের জন্য।