
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: ডলারের বিনিময় হারে নমনীয়তার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, আর এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পেতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শেষ দুই কিস্তি—মোট ১৩০ কোটি মার্কিন ডলার। জুন মাসের মধ্যেই এই অর্থ ছাড় হতে পারে বলে জানানো হয়েছে।
২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তিতে অংশ নেয় বাংলাদেশ। এখন পর্যন্ত তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেলেও চতুর্থ কিস্তি আটকে যায় বিনিময় হার নির্ধারণ পদ্ধতি নিয়ে মতানৈক্যের কারণে। মূলত, ডলারের মূল্য নির্ধারণে কঠোরতা এবং বাজারভিত্তিক দামের অভাবই আইএমএফের আপত্তির কারণ ছিল।
কিন্তু সম্প্রতি ভার্চুয়াল বৈঠক এবং দীর্ঘ আলোচনার পর বাংলাদেশ ব্যাংক তাদের অবস্থানে নমনীয়তা আনে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘ক্রলিং পেগ’ পদ্ধতি বহাল থাকবে। অর্থাৎ, প্রতি ডলারের ভিত্তি মূল্য ১১৯ টাকা ধরে ২.৫ শতাংশ পর্যন্ত বাড়া-কমার সুযোগ থাকবে। ফলে সর্বোচ্চ ডলারের মূল্য দাঁড়ায় ১২৩ টাকা।
এ অবস্থান পরিবর্তনের পর আইএমএফ ঋণের বাকি দুটি কিস্তি ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নমনীয়তা বৈদেশিক লেনদেন ও রিজার্ভ পরিস্থিতি সামাল দিতে কিছুটা স্বস্তি দেবে, তবে এর প্রভাব পড়বে আমদানি ব্যয় এবং মূল্যস্ফীতির ওপর। আইএমএফের এই অর্থ ছাড় প্রক্রিয়া দেশীয় অর্থনীতিতে বৈশ্বিক আস্থা ফিরিয়ে আনার দিকেও বড় এক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।