
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট (Doctor of Letters) ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ড. ইউনূসের হাতে ডিগ্রির সনদ তুলে দেন।
সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্যগণ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবারের সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন অনুষদের ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রি লাভ করেন।
সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে সমাবর্তনস্থলে আসতে থাকেন। কেন্দ্রীয় মাঠে তৈরি করা হয় ২৫ হাজার মানুষের বসার ব্যবস্থা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হলেও প্রথম সমাবর্তন হয় ১৯৯৪ সালে। এরপর ১৯৯৯, ২০০৮ ও ২০১৬ সালে আরও তিনটি সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবার পঞ্চম সমাবর্তনটি হয়ে উঠেছে বিশেষ স্মরণীয়, নোবেল বিজয়ী ড. ইউনূসকে সম্মান প্রদানের মাধ্যমে।