
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত এক জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে জায়গা করে নিলো বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বী নেপালকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছেছে টাইগার যুবারা।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে হেডের মাধ্যমে জালের ঠিকানা খুঁজে পান আশিকুর রহমান। এরপর ৮১ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন। নেপালের পক্ষে সুজন ডাঙ্গোল ৮৭ মিনিটে একটি গোল শোধ করলেও তা শুধুই সান্ত্বনা হিসেবে থেকে যায়।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রমাণ করল, দক্ষিণ এশীয় ফুটবলে তাদের আধিপত্য নিছক কাকতালীয় নয় বরং কঠোর পরিশ্রম ও দলীয় সংহতির ফসল।
আগামী রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও মালদ্বীপের মধ্যকার সেমিফাইনাল বিজয়ী দল।