
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: টানা তিন দিন ধরে চলা শান্তিপূর্ণ আন্দোলনের ফসল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবি পূরণে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনুষ্ঠিত বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানান, “বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করে প্রথম দাবি বাস্তবায়ন শুরু হচ্ছে। একইসঙ্গে অস্থায়ী হল নির্মাণ ও দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের কাজও অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে।”
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ জানান, “শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আমরা একটি পরিবার হিসেবে কাজ করেছি। সব দাবি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পানি তুলে দিয়ে অনশন ভাঙান।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। আগামী সাত দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।
এই শান্তিপূর্ণ সফল আন্দোলন শিক্ষার্থীদের ঐক্য, সচেতনতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।