আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার শক্তিশালী দল মালদ্বীপকে ৩-১ উড়িয়ে দিলো বাংলার ফুটবলের নবজাগরণের তরুণ ফুটবলাররা। মোরসালিন তারিক কাজী রাকিবদের সামনে অসহায় আত্মসমর্পণ করলো মালদ্বীপ ফুটবল দল।
ভারতে অনুষ্ঠিত আট দলের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হারলেই বিদায় এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে প্রথমেই গোল খেয়ে বসে বাংলাদেশ দল। এরপরই রাকিবের গোলে সমতায় ফেরে বাংলাদেশ দল, ১-১ গোলের স্কোর নিয়ে দ্বিতীয় আর্ধের প্রথম বিশ মিনিটের মধ্যেই প্রবাসী ফুটবলার তারেক কাজির গোলে ২-১ গোল এগিয়ে যায় বাংলাদেশ দল। উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ দলের ড্রাগআউট। গত ম্যাচে এই তারিক কাজীর ভুলেই বাংলাদেশদের দল লেবানিজদের কাছে হেরে যায়, আজ গোলে করে সেই ভুলের উপহার দিল কাজি।
এরপর শেষের দিকে বাংলার ফুটবলের নতুন উদীয়মান বিস্ময়কর প্রতিভা মুরসালিনের অসাধারণ গোলে দীর্ঘ ২০ বছর পর মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। এই জয়ে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল টাইগাররা।