আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পুরো মুসলিম বিশ্বের সবচেয়ে পরিচিত এবং ঐতিহাসিক কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি বলেছেন, ইসলামে কোরবানির বিকল্প কিছুই নেই। এটি মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের পক্ষ থেকে আসা বিশ্ব মুসলিমদের জন্য বিশেষ রহমত, কোরবানি অবশ্যই ধর্মীয়ভাবে পালনীয় বিধান। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর কোরবানি করা ওয়াজিব। এজন্য যার ওপরই কোরবানি ওয়াজিব হবে, সর্বাবস্থায় তার কোরবানি করতেই হবে।
সোমবার ২৬ জুন ভারতীয় সংবাদমাধ্যম ইটিভির উর্দু ভার্সনে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা ও কোরবানি উপলক্ষে ভারতীয় মুসলমানদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়ে জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি এসব কথা বলেন।
এ সময় আরশাদ মাদানি ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোরবানিতে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করে কোরবানি করবেন। তিনি আরো বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এটা জরুরি যে- মুসলমানরা (কোরবানিতে) সাধ্যানুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে।