আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী কুয়েতকে ১০৭ মিনিট পর্যন্ত ০-০ গোলে আটকে রেখেছিল বাংলাদেশ। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স দেখে স্টেডিয়ামে থাকা ভারতীয় এক সাংবাদিক বলেছিল বাংলাদেশ দীর্ঘ ১৫ বছরের সেরা দল এটি। কুয়েতের মত শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ যেভাবে লড়াই করেছে সত্যিই প্রশংসার দাবিদার।
একসময় মনে হচ্ছিল বাংলাদেশ দল হয়তো আজ জিতেই যাবে। মুরসালিন ১০০% সহজ একটি গোল মিস করেছে। রাকিবের অসাধারণ একটি সট গোলবারে লেগে ফিরে এসেছে। সব মিলিয়ে বাংলাদেশের ভাগ্য আজ খুবই খারাপ ছিল।
খেলার ১১২ মিনিটের মাথায় কুয়েতি এক মিডফিল্ডার তপুর পায়ের মাঝখান দিয়ে আনিসুর রহমান জিকুকে পরাস্ত করে ১-০ গোলে এগিয়ে যায়। এই একটি মাত্র গোলেই বাংলাদেশের স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়। অর্থাৎ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেয় বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দলের অসাধারণ পারফরম্যান্স করে প্রশংসা করিয়েছেন ভারতীয়দের। খেলার শেষে বাংলাদেশের খেলোয়াররা ও ভারতীয় সমর্থকরা রেফারির উপরে চরমভাবে চটেছেন। বেশিরভাগ সময় বাংলাদেশের বিপক্ষে বাঁশি বাজিয়েছেন রেফারি।