১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজ হয়েছে গম উৎপাদন

আওয়ার টাইমস নিউজ।

আধুনিক প্রযুক্তি সহজ করেছে চীনা কৃষকদের কৃষি কাজ। তারা এখন গম শুকাতেও কৃষি যন্ত্রপাতির ব্যবহার করছেন। একেকটি মেশিনের মাধ্যমে শুকানো যাচ্ছে কয়েক টন ধান। সব মিলিয়ে এ বছর ভালো মুনাফার প্রত্যাশা করছেন কৃষকরা।

পূর্ব চীনের আনহুই এবং শানতুং প্রদেশে শুরু হয়েছে গম কাটার কাজ। গমের সোনালী গাছে ছেয়ে গেছে চারিপাশ।

আনহুই প্রদেশের কৃষি বিভাগের তথ্য বলছে, এরইমধ্যে এই প্রদেশে গম কাটার কাজ শেষ হয়েছে। কাটা হয়েছে প্রায় ৩ মিলিয়ন হেক্টর গম। বাম্পার ফলন হওয়ার পেছনে কৃষি প্রযুক্তির অবদানের কথা তুলে ধরেন কৃষকরা।

হারভেস্টার মেশিন ব্যবহারের পাশাপাশি কৃষি কর্মকর্তারা কৃষকদের শিখিয়েছেন কিভাবে বৃষ্টির দিনগুলোতে গমের গাছগুলো সুরক্ষিত রাখতে হয়। এজন্য ব্যবহার করতে হয় ইন্টেলিজেন্ট ড্রাইং মেশিনারিজ।

আনহুই প্রদেশের থিয়ানছাং স্থানীয় কর্তৃপক্ষ গম ঝরঝরে রাখার জন্য ৪২০ সেট আধুনিক মেশিন রেখেছে। এই মেশিনগুলো প্রতিদিন বিশ হাজার টন গম শুকাতে পারে।

সূত্রঃ Cmg bangla

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত