আওয়ার টাইমস নিউজ।
স্টাপ রিপোর্টার: খুলনা-ঝালকাঠি মহা সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায়, এতে নারী শিশুসহ কমপক্ষে ১৪ জন যাত্রী নিহত হন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন যাত্রী।
আজ শনিবার (২২ জুলাই) সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় খুলনা-ঝালকাঠি মহা সড়কে এ ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে।
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার সম্পর্কে সেখানকার পুলিশ জানিয়েছে, বাশার স্মৃতি পরিবহন নামের বাসটি ভাণ্ডারিয়া থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসে। ছত্রকান্দায় পৌঁছলে হঠাৎ বাসটির চাকা ফেটে গেলে বাসের চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফারায় সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরুর পর ঘটনাস্থল থেকেই ১৩ জন যাত্রীর লাশ উদ্ধার করেন। এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে জানান জেলার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম।