আওয়ার টাইমস নিউজ।
ক্লাব পিএসজি সঙ্গে সম্পর্কটা দিন দিন খুব খারাপের দিকেই যাচ্ছে ফ্রান্স ফুটবল তারকা কিলিয়ান এমবাপের। চুক্তি নবায়ন না করাতে এমনিতেই তরুণ এই ফুটবলারের উপর অসন্তুষ্ট তার ক্লাব পিএসজি। তাই তাকে বেচে দিতে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের প্রস্তাবও মেনে নিয়েছে তারা। কিন্তু সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই পাওয়ার ফুটবল তারকা।
নতুন মৌসুমে ক্লাবের অনুশীলন পর্ব শুরু হওয়ার সময়ই এমবাপের কাছে স্পষ্টতা চেয়েছিল পিএসজি। কিন্তু তাতে এখনও পর্যন্ত কোনো সাড়া দেননি এই ফরাসি ফুটবলার। বার্তাটা স্পষ্ট যে চলতি মৌসুম পিএসজিতে কাটিয়ে আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে চলে যেতে চাইছেন তিনি। কিন্তু বিশ্ব ফুটবলের সুপার পাওয়ার এই স্ট্রাইকারকে মুফতে ছাড়তে রাজী নয় পিএসজি। তাই এমবাপেকে বিক্রয়ের জন্য উন্মুক্ত করে দিয়েছে ক্লাবটি।
এরপরই এমবাপের প্রতি আগ্রহ দেখানো শুরু হয় বেশ কিছু ক্লাবের, সবচেয়ে বড় প্রস্তাবটা আসে আল-হিলালের কাছ থেকে। তার জন্য এক বিলিয়ন ইউরো খরচ করতে রাজী তারা। ট্রান্সফার ফি বাবদ ৩০০ মিলিয়ন ইউরো। আর ৭০০ মিলিয়ন ইউরো এমবাপের জন্য। এমন লোভনীয় প্রস্তাব পেয়ে সাথে সাথে রাজি হয়ে যায় পিএসজি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই লোভনীয় প্রস্তাবে সাড়া দিননি ফ্রান্স সুপার পাওয়ার এমবাপে।