আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে একটি একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে গিয়ে কমপক্ষে ১৭ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বৃহস্পতিবার (৩ আগস্ট) ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশের নাগরিকসহ কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি মূলত নিয়ন্ত্রণ হারিয়ে বিপদজনক ভাবে প্রায় ৫০ মিটার নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনাটি ঘটে।