আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: অবশেষে সব জল্পনা কল্পনাকে সত্যিতে রূপান্তিত করে শেষ পর্যন্ত সৌদি আরবের প্রো লীগের টপ ক্লাব আল হিলালে পাড়ি জমালেন ব্রাজিলিও তারকা নেইমার।
ইউরোপীয় ক্লাব পিএসজি ছেড়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার সৌদি ক্লাব আল হিলালের সাথে শেষ পর্যন্ত দু-বছরের চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন। আল হিলালের সভাপতি নেইমারের হাতে উঠিয়ে দেন নিজেদের ক্লাবের জার্সিও।
এদিকে ফ্রান্সের বিখ্যাত দৈনিক পত্রিকা এল ইকুইপের একটি স্পোর্টস প্রতিবেদনে বলা হয়েছে, আল হিলাল ক্লাব থেকে প্রতি বছর নেইমারের পারিশ্রমিক হবে ১৬০ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৯২৭ কোটি টাকা)। দুই বছরে সেই টাকার অঙ্কটা দাঁড়াচ্ছে ৩১০ মিলিয়ন ইউরো। বাংলাদেশী টাকায় প্রায় ৪ হাজার কোটি টাকা। এখন দেখার বিষয় আল হিলালকে কতটুকু বিনিময় ফিরিয়ে দিতে পারে নেইমার।