আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করে সব রাজনৈতিক দলগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে দেশটির বর্তমান তালেবান সরকার।
তালেবান সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে দেশটিতে আনুষ্ঠানিকভাবে গণতন্ত্রের ‘মৃত্যু’ ঘোষণা করা হলো। তবে তালেবান সরকার বলছে, ইসলামী শরিয়াহ্ আইনে গণতন্ত্রের কোনো স্থান নেই। রাজনীতির সঙ্গে কোনো জাতীয় স্বার্থও জড়িত নয়। আর দেশবাসী তাদের পছন্দও করে না। ঠিক একারণে দেশে কোনো রাজনৈতিক দল থাকার কোন প্রয়োজন নেই।
আফগান তালেবান সরকারের ন্যায়বিচার বিষয়ক অন্তর্বর্তীকালীন মন্ত্রী শাইখ মৌলবি আবদুল হাকিম শারি কাবুলে তার মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় স্পষ্ট করে বলেছেন, দেশে সব রাজনৈতিক দলের সব ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে, এবং সেটা ইসলামী শরিয়াহ আইন অনুযায়ীই করা হয়েছে। দেশ এখন একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন মন্ত্রী শাইখ মৌলবি আবদুল হাকিম শারি। সূত্রঃ আল জাজিরা