আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: হাম্বানটোটায় প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানের কাছে পুরোপুরি বিধ্বস্ত আফগানিস্তান দল। এদিন পাকিস্তানি বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৯ রানে অলআউট হয় আফগানরা। হেরে যায় ১৪২ রানের বিশাল ব্যবধানে। তবে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় আফগানরা। পাক বোলারদের পিটিয়ে ওপেনিং জুটিতে ২২৭ রান করে আফগানিস্তান।
রহমানউল্লাহ গুরবাজের শত রান ও ইব্রাহিমের ৮০ রানের উপর ভর করে ৩০০ রান করে আফগানিস্তান। ৩০১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান দল। যদিও শেষের দিকে পাকিস্তানের দ্রুত কিছু উইকেট পড়ে যায়, ফলে মনে হচ্ছিল আফগানিস্তানেই জিতে যাবে। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানি পেসার হারিস রউফ ও নাসিম শাহর শেষ উইকেটের জুটিতে শ্বাসরুদ্ধকর অসাধারণ জয় পায় পাকিস্তান দল।
বিজয়ের পর ব্যাট হেলমেট নিয়ে তীব্র স্পিডে দৌড়াতে থাকেন পাক পেসার ওয়াসিম শাহ।
https://twitter.com/kingbabararmy/status/1694770988012163519?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694770988012163519%7Ctwgr%5Ee1cc57cdb6fca7c077a43134ce48fe74045a15d1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fsports