আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: প্রচুর বৃষ্টি উপেক্ষা করেও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা গণমিছিলে অংশ নিতে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিশাল এই গণমিছিলটি শুরু হয়েছে।
আজ শুক্রবার +২৫ আগষ্ট) বিকেল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর তৈরি করা অস্থায়ী মঞ্চে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।