
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জাতীয় শহীদ মিনারে সোমবার রাত ১২টা ১ মিনিটে হাজার হাজার মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” শিরোনামে এই কর্মসূচির মাধ্যমে সংগঠনটি তাদের ঘোষিত মাসব্যাপী কর্মসূচির সূচনা করে।
জাতীয় সংগীত পরিবেশন ও আলো প্রজ্বালনের মধ্য দিয়ে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির উদ্দেশ্য শুধু স্মরণ নয়—এর মাধ্যমে গণঅভ্যুত্থানের শহীদদের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
ছাত্রদল মনে করে, এই কর্মসূচি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন উদ্যম সৃষ্টি করবে। মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।