
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই আন্দোলন শুধুমাত্র ক্ষমতার হাতবদলের জন্য হয়নি। একদলীয় ফ্যাসিবাদের পরিবর্তে আরেক দলের ফ্যাসিবাদ কায়েম করার জন্য ছাত্র-জনতা রাজপথে রক্ত দেয়নি। এই আন্দোলন আমাদের ভয় ভেঙে নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে।”
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে তিনি এসব কথা বলেন। এনসিপির এই মাসব্যাপী কর্মসূচির লক্ষ্য হচ্ছে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কণ্ঠ শোনা এবং জনগণকে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন হয়নি। গাইবান্ধা থেকেই সেই দেশ গঠনের যাত্রা শুরু হলো। আমরা এমন একটি নতুন বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ নির্ভয়ে মতপ্রকাশ করতে পারবে।”
সমাবেশে কর্মসংস্থান ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিও জানানো হয়। কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস গাইবান্ধায় ইপিজেড ও শিল্প কারখানা স্থাপন এবং জেনারেল হাসপাতালের জনবল সংকট দূর করে চিকিৎসাসেবার মানোন্নয়নের আহ্বান জানান।
সমাবেশটি সঞ্চালনা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে এনসিপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীলরা অংশ নেন। এর আগে সকালে এনসিপি নেতারা পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং সাদুল্যাপুরে এক পথসভায় বক্তব্য রাখেন।