
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র ও জনতার রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মঙ্গলবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মো. মিজানুর রহমান। এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান, দিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠানের আগে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিকে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার আহ্বান জানানো হয়।