আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মাঝ আকাশে হঠাৎ করে দু’টি প্রশিক্ষণ বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হলে উভয় বিমানের ৩ পাইলট নিহন নিহত হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) ইউক্রেনের বিমানবাহিনী এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানায়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলে দুই প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষে তিন পাইলট নিহত হয়েছেন। হঠাৎ ইউক্রেনের বিমান বাহিনীতে এমন প্রাণহানির ঘটনা দেশটির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষণগণ। কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনে পশ্চিমাদের দেওয়া এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণে ব্যাপক প্রচেষ্টা করতে হচ্ছে। কিন্তু এর মধ্যেই দেশটিতে এমন বিমান দুর্ঘটনা ঘটেছে তা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য চিন্তার কারণ।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমান দুটি আকাশে উড়ার সময়ে যথাযথ নিয়ম অনুসরণ করেনি ফলে এমন ঘটনা ঘটেছে।
গেল শুক্রবার ইউক্রেনের জাইটোমির ওব্লাস্টে বিমান দুটির মধ্যে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির রাজধানী কিয়েভ থেকে পশ্চিমে ১০০ কিলোমিটার দূরে এ ঘটনাস্থল।
অন্যদিকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে এমন বিমান দুর্ঘটনায় ৩ পাইলট নিহত হওয়ার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন দেশটির বিমানবাহিনী