২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

শ্রীলংকার বিপক্ষে লজ্জাজনক হার দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচের আগে কথার ফুলঝুরি ছড়িয়ে সাকিব বলেছিলেন, আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলে জিততে চাই। কিন্তু মাঠে সাকিবের কথার বাস্তবতা ছিল সম্পূর্ন ভিন্ন। নিজেতো দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেছেন, দল হিসেবে ভালো করা তো দূরে থাক উল্টো তিন বিভাগেই চরম ব্যর্থতার পরিচয় দিয়ে লজ্জার হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে সিন্ডিকেট কোচ চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪২.৪ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১৬৪ রান যোগ করে বাংলাদেশ দল, যেই রান ওয়ানডে ক্রিকেটের সাথে বড্ড বেমানান। বাংলাদেশের দেওয়া ১৬৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ ওভারেই ৫ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় আয়োজক দেশ শ্রীলঙ্কা। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারলেই বাড়ির বিমান ধরতে হবে টাইগারদের, বাংলার ক্রিকেট সমর্থকদের কঠিন জবাবদিহিতার মুখে পড়তে হবে সিন্ডিকেট হাথুরুসিং ও অধিনায়ক সাকিবের।

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে এমন হার মেনে নিতে পারছে না বাংলার ক্রিকেট সমর্থকরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন, হাথুরুসিং ও সাকিবের খেলোয়াড় নির্বাচন সিন্ডিকেটের কারণেই বাংলাদেশের এই হার, যোগ্য পারফরমারদের দলের বাইরে রেখে পারফরম্যান্সহীন ক্রিকেটারদেরকে দলে সুযোগ দেওয়াতেই বাংলাদেশ দলের এই হারের কারণ। মোহাম্মদ নাঈম শেখ দীর্ঘদিন ধরে বাজে পারফরম্যান্স করেও দলে সুযোগ পায়, অথচ এ’ দলের হয়ে অসাধারন পারফরম্যান্স করা জাকির হোসেনকে ১৭ সদস্যের বাহিরে রাখা হয়েছে। এছাড়াও এ সমস্ত বড় ক্রিকেট আসরের জন্য মাহমুদুল্লার মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে প্রয়োজন ছিল, কিন্তু সাকিব এবং হাতুরুর সিন্ডিকেটের কারণেই দলের সুযোগ পাননি মাহমুদুল্লাহ এমনটিই দাবি করছেন বাংলা ক্রিকেট পাগল সমর্থকরা।

একনজরে দেখে নিন সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৬৪ (নাঈম ১৬, তামিম ০, শান্ত ৮৯, সাকিব ৫, হৃদয় ২০, মুশফিক ১৩)
রাজিথা ৭-০-২৯-০, থিকসানা ৮-১-১৯-২, ধনঞ্জয়া ১০-০-৩৫-১, পাথিরানা ৭.৪-০-৩২-৪, দুনিথ ৭-০-৩০-১, দাসুন ৩-০-১৬-১)।

শ্রীলঙ্কা: ৩৯ ওভারে ১৬৫/৫ (নিশানকা ১৪, করুনারত্নে ১, মেন্ডিস ৫, সামারাবিক্রমা ৫৪, আসালাঙ্কা ৬২*, ধনঞ্জয়া ২, শানাকা ১৪* ; তাসকিন ৭-১-৩৪-১, শরিফুল ৪-০-২৩-১, সাকিব ১০-২-২৯-২, মোস্তাফিজ ৩-০-১২-০, মিরাজ ৫-০-২৬-০, মেহেদী ১০-০-৩৫-১)

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত