আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে নিজ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার আগে থেকেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন ওলেক্সি রেজনিকভ এবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন জেলেনস্কি।
জানা গিয়েছে, ওলেক্সি রেজনিকভের পদে নতুন করে ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিল পরিচালনাকারী রুস্তেম উমরভকে মনোনীত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।