আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরোক্কোতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ২৯৬ জন নিহত হয়েছেন। আরো বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করছে দেশটির উদ্ধারকর্মীরা।
এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পে আহত হয়েছেন আরো বহু মানুষ। এখনও উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
Moment of building collapse after the strong earthquake hits in Marrakesh of Morocco 🇲🇦
TELEGRAM JOIN 👉 https://t.co/9cTkji5aZq pic.twitter.com/wNvDyBAdOf
— Disaster News (@Top_Disaster) September 9, 2023