
আওয়ার টাইমস নিউজ।
স্টাপ রিপোর্টার: দেশে সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারা সাংবাদিকদের জন্য করা হয়নি, বরং এ আইন অপরাধীদের জন্যই করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সম্মেলনে এ কথা জানান আইনমন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, এই ধারায় কোনো সাংবাদিককে হয়রানি করার সুযোগ নেই। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হলে সে বিষয় আইনে নির্ধারণ করা আছে।
তিনি বলেন ব্রডকাস্ট জার্নালিস্টদের জন্য ব্রডকাস্ট কমিশন গঠন করার পরামর্শ দেন আইনমন্ত্রী, এবং এ বিষয়ে সরকারও সহযোগিতা দেবে। আর জাতীয় সম্প্রচার নীতিমালা যাতে দ্রুত করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।
সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারায় বিনা পরোয়ানাতেই তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।