আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: শনিবার (৯ সেপ্টেম্বর ) ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হয়েছে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল বিভিন্ন দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন।
আজ রবিবার জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন। আর এই দিনে সম্মেলন শুরুর আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপর সেখানে তিনি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান।
এ সময় জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করা বিশ্বনেতারাও শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে উপস্থিত হন। রবিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস তাদের এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানান।