২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তান্ডবের ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষের প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় দেশটির জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবাকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমবেদনা জানিয়েছেন ।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। পূর্ব লিবিয়া, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দারনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদার অঞ্চলে আঘাতহানা বিধ্বংসী ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের কারণে যে বিপুল সংখ্যক প্রাণহানি এবং সম্পদ ও জীবিকার ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমি নিহতদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।’

বার্তায় লিবিয়ার জনগণের পাশে বাংলাদেশের জনগণ আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা দুর্যোগে ক্ষতিগ্রস্ত লিবিয়ার জনগণের জন্য ছোট্ট সহায়তা পাঠানোর পদক্ষেপ নিয়েছি।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত