
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে ঢাকা টু চীনের কুয়াংচৌ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট নতুন করে চালু করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত ১০টা ২০মিনিটে ১৪৬ জন যাত্রী নিয়ে বিমানের বিজি ৩৬৬ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়াংচৌর উদ্দেশ্যে যাত্রা করে। গত ১৬ মার্চ থেকে এই রুটে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
বিমান কর্তৃপক্ষের জানিয়েছে, ঢাকা থেকে প্রত্যেক সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে কুয়াংচৌর উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। সপ্তাহে প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার বিজি ৩৬৭ স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিট কুয়াংচৌ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে।