আওয়ার টাইমস নিউজ।
আমরা সকলেই জানি যে শিয়াল হচ্ছে খুবই বুদ্ধিমান প্রানি। এই প্রানিটির আরেকটি নাম হলো নেকড়ে। শিয়ালকে আরবীতে বলা হয় (ইবনে আল বার) যার অর্থ দাঁড়ায় ভালো ছেলে। কারণ একমাত্র দায়িত্বশীল বুদ্ধিমান প্রাণী যারা বাবা-মা বৃদ্ধ হলে তাদের জন্য শিকার করে এবং তাদের যত্ন নেয়।
এই নেকড়ে শিয়ালরা এমন একটি বৈচিত্র্যময় প্রাণী, তারা কখনও তাদের স্বাধীনতার সাথে আপোষ করে না, এবং তারা কখনও কারও দাসত্বও পছন্দ করে না। বনের ভয়ংকর হিংস্র রাজা সিংহ সহ প্রতিটি প্রাণীকেই প্রশিক্ষণের মাধ্যমে বস করা যায়,কিন্তু নেকড়ে শিয়ালকে করা যায়না।
প্রানি বিজ্ঞানীরা বলেনছেন, নেকড়ে শিয়ালরা কখনও মৃত খাবার খায় না এবং পুরুষ নেকড়ে কখনও মহিলা নেকড়ের দিকে তাকায় না। তারা এত বিশ্বস্ত যে পুরুষ নেকড়ে তার একমাত্র স্ত্রী নেকড়ে ব্যতিত অন্য কারো সাথে সম্পর্ক স্থাপন করেনা অর্থাৎ পরকীয়া করে না। এবং স্ত্রী শিয়ালও তার অংশীদার পুরুষ শিয়ালের ভীষণ অনুগত থাকে।
এই প্রানিটির মধ্যে এমন আশ্চর্য রকম ভালো বৈশিষ্ট্য ও গুন থাকার কারণেই তুর্কিরা তাদের সন্তানদেরকে সিংহ ও বাঘের র সাথে তুলনা না করে এই বুদ্ধিমান প্রানিটির সাথে তুলনা করে থাকে।