আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জয় পরাজয়ের চেয়েও টাইগার ভক্তদের নজর ছিল তাদের দুই প্রিয় ক্রিকেটার তামিম ও মাহমুদুল্লার দিকে।
তবে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ভীষণ রকম আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে বাংলার ক্রিকেট ভক্তরা! কারণ একটাই মাহমুদুল্লাহ ও তামিমের ব্যাটিং দেখতে না পারা।
অবশেষে দেশের ক্রিকেটের অদৃশ্য হিংসুকদের ব্যাটের মাধ্যমে কঠিন জবাব দিয়েছে তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আজ বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন মাহমুদুল্লাহ ৪৯ রান ও তামিম ৪৫ রান।
এ দুজন দীর্ঘ দিন পরে দলে ফিরেও অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ আজ হেরেছে ৮৬ রানের বড় ব্যবধানে। তবে মজার বিষয় হচ্ছে, বাংলার ক্রিকেট পাগল দর্শকদের আজ গুরুত্বপূর্ণ বিষয় ছিল মাহমুদুল্লাহ ও তামিমের ব্যাটে প্রত্যাশিত রান পাওয়া। এই দুজনের রান পাওয়াতে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা মহা খুশি। কারণ অনেক দর্শকদেরই বলতে শুনা গিয়েছে, বাংলাদেশ হেরেছে দুঃখ নেই, কারণ তামিম,মাহমুদুল্লাহ রান পেয়েছে।