
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকো থেকে কোনভাবেই কমছেনা যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসনপ্রার্থীদের ঢল। মেক্সিকোর রিও ব্রাভো সীমান্তে জড়ো হয়ে তারা বেশ ঝুঁকি নিয়ে পার হচ্ছেন ঝুঁকিপূর্ণ কাঁটাতারের বেড়া। শুধু শনিবারই (২৩ সেপ্টেম্বর) সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকেছেন কমপক্ষে ৯ হাজার মানুষ। খবর রয়টার্সের।
এদিকে অভিবাসনপ্রার্থীদের রোখতে এবং পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। টহলে রয়েছে মেক্সিকার জাতীয় অভিবাসন বিষয়ক ইনস্টিটিউটের কর্মকর্তারাও। এ পরিস্থিতিতে টেক্সাস সীমান্তে ৮০০ সেনা ও আড়াই হাজার সীমান্ত প্রহরী মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ প্রশাসন।