
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে সহজ জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ দল। যদিও ইনজুরির কারণে খেলতে পারিনি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, সাকিবের পরিবর্তে দলের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন মিরাজ।
আজ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল। বাংলাদেশী বোলারদের দুর্দান্ত বোলিং ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এরপর শ্রীলংকার দেওয়া ২৬৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জুনিয়র তামিমের দুর্দান্ত ব্যাটিং মাত্র ৪২ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় বাংলাদেশ দল।