আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আগামী ৫ অক্টোবর থেকে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠতে যাচ্ছে। ঠিক এর আগেই গত পরশু এই জমজমাট আসরের ধারাভাষ্য প্যানেলের নাম প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যেখানে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানসহ ১৬ জন তারকা ইংলিশ ধারাভাষ্যকারের নাম।
শুক্রবার আইসিসির ধারভাষ্য প্যানেলের প্রকাশিত তালিকা অনুসারে যাদের নাম রয়েছে তারা হলেন- ইংল্যান্ডের সাবেক তারকা নাসের হুসেন, আফ্রিকার ইয়ান স্মিথ, উইন্ডিজের ইয়ান বিশপ, ওয়াকার পাকিস্তানের ইউনুস, আফ্রিকার শন পোলক, ভারতের আঞ্জুম চোপড়া, অস্ট্রেলিয়ার মাইকেল আথারটন, অস্ট্রেলিয়ার সাইমন ডল, জিম্বাবুয়ের এমপুমেলো এমবাংওয়া, ভারতের সঞ্জয় মাঞ্জরেকার, কেনিয়ার কেটি মার্টিন, ভারতের দিনেশ কার্তিক, নেদারল্যান্ডস এর ডার্ক নানেস, উইন্ডিজের স্যামুয়েল বদ্রি, বাংলাদেশর সাবেক তারকা ক্রিকেটার আতহার আলী খান ও উইন্ডিজের রাসেল আর্নল্ডের মতো তারকারা।