আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল রোববার (১ অক্টোবর) সকালের দিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। আত্মঘাতী এ হামলার পরপরই এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় আঙ্কারা।
পিকেকের আত্মঘাতী বোমা হামলার পাল্টা জবাব হিসেবে তুরস্কের পক্ষ থেকে গতকাল ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে পিকেকেকে বাহিনীর স্থাপনা গুঁড়িয়ে দেয় তুরস্ক সরকার।