আওয়ার টাইম নিউজ।
নিউজ ডেস্ক: দেশের কাছা বাজারগুলোতে সপ্তাহ না ঘুরতে নতুন করে আবারও দাম বেড়েছে, মধ্যবিত্ত ও গরীবের প্রধান সৌখিন খাবার বয়লার মুরগির দাম নতুন করে আবারও বেড়েছে, সাথে বেড়েছে শাক সবজির দামও।
সেই সঙ্গে বেড়েছে পেঁয়াজের দাম। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা দুষেছেন টানা বৃষ্টিকে। বলছেন, বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ দাম বেড়ে গিয়েছে।
এদিকে বাজারে অন্যান্য পণ্যের দামে বড় কোনো পরিবর্তন লক্ষ করা না গেলেও চাল, ডাল, ডিম, আলু ও সয়াবিনের মতো নিত্যপণ্যের দাম মধ্যবিত্ত ও গরিব মানুষের নাগালের প্রায় বাহিরেই রয়েছে। অর্থাৎ এ গুরুত্বপূর্ণ পণ্যগুলোর দাম বাজারে এখন পর্যন্ত কমেনি এবং কমার কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন খুসরা ব্যবসায়ীরা।
আজ শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে দেখা গিয়েছে, ব্রয়লার মুরগি প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে কমপক্ষে ১৯০ থেকে ২০০ টাকা ধরে। গত সপ্তাহে যা ছিল ১৮০-১৯০ টাকা। সোনালি মুরগির দাম ছিল প্রতি কেজি ৩১০ থেকে ৩২০ টাকা। আজ বাজারে এই মুরগি বিক্রি হয়েছে ৩২০ থেকে ৩৩০ টাকায়। ফয়সাল নামের এক মুরগি বিক্রেতা বলেন, ‘বৃষ্টিবাদল হলে কাঁচামালের দাম একটু বাড়েই। কারণ হিসেবে জানিয়েছেন মুরগি বাজারে আসছে কম, এর ফলেই দাম একটু বেড়েছে। দুই-এক দিন গেলেই বোঝা যাবে দাম আরও বাড়বে কি না কমবে।