আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপি ও জামায়াতের ডাকা হরতালের বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন ডেকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, হরতালের নামে কোন রকম নৈরাজ্য করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন (ব্রিফিং) ডেকে শনিবার (২৮ অক্টোবর) রাতে এ কথা বলেন মহানগর পুলিশ কমিশনার। পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও আজকের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।