আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে আরও ১১ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক কতৃপক্ষ।
মঙ্গলবার গাজা ভূখণ্ডে স্থল যুদ্ধে হামাসের হাতে কমপক্ষে ১১ ইসরাইলি সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক কতৃপক্ষ।
গাজায় স্থল যুদ্ধে ১১ জন সেনা সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা পাঠিয়েছেন। ওই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন’আমরা এখন কঠিন যুদ্ধের মধ্যে আছি, এ যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। যুদ্ধে আমাদের গুরুত্বপূর্ণ অর্জন আছে তবে হারানোর কষ্টও আছে। আমরা জানি, আমাদের প্রত্যকটি সৈন্য আমাদের এক পৃথিবীর মতো।
ওই ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘পুরো ইসরায়েল জাতি হৃদয়ের গভীর থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি ,আমরা প্রত্যেকেই আপনাদের দুঃখের সময়ে আপনাদের সাথে আছি।’ আমাদের লক্ষ্য পূরণ না করা পর্যন্ত আমরা এ যুদ্ধ চালিয়েই যাব। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ চালমান থাকবে। আমাদের সৈন্যরা একটি ন্যায়সঙ্গত যুদ্ধ করছে, এ যুদ্ধ আমাদের নিজেদের মাটির জন্য।