আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: বর্তমান ক্ষমতাসীন দল আ.লীগ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াত ইসলামীর আমীরসহ দলটির নেতা-কর্মীদের মুক্তি ও রাজধানীতে মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধ পালনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর উদ্যোগে আজ এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
জানা গিয়েছে, দলটির নেতা কর্মীরা লাল পতাকা দিয়ে ট্রেন থামিয়ে রেল লাইনের উপরে অবরোধ কর্মসূচি পালন করেছে।