আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী। আওয়ামী লীগ নেতার এ হুমকিকে সহিংস বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী কর্তৃক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি বিষয়ে জানা মাত্রই স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মুখপাত্র বেদান্ত প্যাটেল।
এর আগে গত সোমবার চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভেও প্রচার করেন মুজিবুল হক চৌধুরী।