আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে নি*কৃ*ষ্ট দ*খ*ল*দা*র ইসরায়েলি সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি নিরীহ মানুষ।
ফিলিস্তিনি সরকারি বার্তাসংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে হামলায় আরও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। শরণার্থী শিবিরের ভেতরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে এ হামলা চালায় দখ*ল*দা*র ইসরাইলী বাহিনী।
এদিকে ইসরাইল সরকার বরাবরের মতো গাজার শরনার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে দাবি করছে তারা হামাস কমান্ডোদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। কিন্তু দখ*ল*দার ইসরাইলের এসব হামলা নিহত হচ্ছে বেশীরভাগ মানুষই বেসামরিক।