আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছিল স্বাগতিক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটির শুরুতেই হয়ে গেল এক অবিশ্বাস্য সাহসী ঘটনা।
ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। ভারতীয় কঠোর নিরাপত্তার ফাঁকগলে হঠাৎ মাঠে ঢুকে পড়েন ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্ন দেখা এক সাহসী যুবক দর্শক।
সাহসী ওই যুবকের মুখে দেখা গিয়েছে ফিলিস্তিনি পতাকার আদলে তৈরি করা মাস্ক, গায়ের টি-শার্ট যতদূর দেখা যাচ্ছিল সেখানে স্পষ্ট লিখা, ‘আগ্রাসন থামাও। ফিলিস্তিন মুক্ত করো। মাঠে ঢুকেই ক্রিজে কোহলির কাছাকাছিও চলে যান ওই আগন্তুক।