
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সরকার পতনের এক দফা দাবিতে বাংলাদেশে অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও তাদের সহযোগী দল জামায়াতের ডাকা সাত দফায় ৪৮ ঘণ্টার অবরোধের শেষদিনে আজ সোমবার রাজধানীতে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল যানচলাচল তবে অবশ্যই কিছুটা কমছিল। তবে দূরপাল্লার বাস চলাচল করতে খুব একটা দেখা যায়নি।
তবে সরজমিনে দেখা গিয়েছে, অবরোধ থাকলেও পরিবহনের সংখ্যা চোখে পড়ার মতো ছিল। তবে অন্যান্য দিনের যানবাহনের মতো বড় ধরনের জ্যাম দেখা যায়নি। অর্থাৎ যান চলাচলের সংখ্যা ৬০% ছিল।
তবে পরিবহন চালকদের সাথে কথা বলে জানা গিয়েছে, অবরোধের কারণে যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম ছিল। ফলে গাড়ির তেলের খরসও উঠেছে না বলে জানিয়েছেন তারা।