আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মেয়াদ তৃতীয় দফা বাড়ানোর জন্য ইসরায়েল সরকার নেতানিয়াহুকে প্রস্তাব দিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে হামাসের এই প্রস্তাবে নি*কৃ*ষ্ট ইহুদি দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ রাজি হয়নি বলে দাবি করেছে হামাস। ফলে দ*খ*ল*দা*রদের হা*য়ে*না ইসরা*ইলের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের জন্য হামাস সেনাদের প্রস্তুত হতে বলেছে সশস্ত্র এ সংগঠনটির সর্বোচ্চ নেতারা।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় ১১টা) শেষ হওয়ার কথা যুদ্ধবিরতির মেয়াদ। এরপর যাতে লড়াই করা যায়, সে জন্য সেনাদের প্রস্তুত থাকতে বলেছেন হামাসের সশস্ত্র শাখা আল–কাসাম বিগ্রেডস।