আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: শুক্রবার (১ ডিসেম্বর) শ্রমিকদের সমাবেশে কাল্পনিক মামলা দায়ের এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের পাইকারি গ্রেফতার বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
এ সময় তিনি বলেন, তাদের চলমান আন্দোলনের বিজয় সুনিশ্চিত, কারণ এ সরকার দমনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী দলকে কোনভাবেই দমন করতে পারবে না। যারা আন্দোলন করছে, তাদের এখন গ্রেফতার করা হচ্ছে। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সবাইকে শুধু রাজপথে নামার জন্য কারাগারে আটকে রাখা হয়েছে।’
তিনি আরো বলেন, যারা অন্যায়ভাবে গ্রেফতার হয়েছেন তাদের মুক্তি দিতে এবং আমাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বলপ্রয়োগ ও দমন-পীড়নের মাধ্যমে কোনভাবেই জনগনের মুক্তিক আন্দোলন কে দমন করা যাবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সরকারের উদ্দেশ্যে করে আরো বলেন, বিশ্বের কোনো স্বৈরাচারী সরকার দমন-পীড়ন চালিয়ে জনগণের মন জয় করতে পারে না। এই সরকারও তা করতে পারবে না। আমাদের সংগ্রাম গণতন্ত্রের জন্য এবং জনগণের ভোটাধিকারের জন্য। আমরা অবশ্যই এই লড়াইয়ে জয়ী হব ইনশাআল্লাহ।
শুক্রবার (১ ডিসেম্ভর) গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসা এবং সাম্প্রতিক আন্দোলনে তাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত শ্রমিক পরিষদ।