আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি শেষে শুক্রবার (১ ডিসেম্ভর) এবং আজ শনিবার ফিলিস্তিনের গাজায় ভয়াবহ হামলা শুরু করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরো শত শত মানুষ।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েল সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাজার ২০০টিরও বেশি সন্ত্রাসের সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুতে স্থল, বিমান ও নৌ হামলা চালিয়েছে। এবং ২০টিরও বেশি ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ইসরাইল সামরিক বাহিনী।