আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পার্ক সার্কাসের খান পরিবারে এখন মহা খুশির আমেজ বিরাজ করছে। সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রেমের টানে চলে এসেছেন হবু পাকিস্তানি পুত্রবধূ। তাঁকে নিয়ে ভারতীয় প্রেমিকের পরিবারে চলছে মহা উৎসবের আবহ৷
মঙ্গলবার দুপুরে অমৃতসরে আটারি সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন পাকিস্তানি সুন্দরী তরুণী জাওয়ারিয়া খানম৷ অন্যদিকে হবু সুন্দরী স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন ভারতীয় বর শামীর৷ সীমান্ত পার হওয়ার পর পাকিস্তানি তরুণী জাওয়ারিয়াকে ভারতে স্বাগত জানানো হয় ঢোলবাদ্যের সঙ্গে৷ বিষয়টি নিয়ে দু’দেশের সামজিক যোগাযোগ মাধ্যম আলোচনার ঝড় বইছে।
।