আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা দলগুলোর অবরোধের সমর্থনে সমাবেশ ও মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু করে গণতন্ত্র মঞ্চ। এরপর দৈনিক বাংলা মোড়, কালভার্ট রোড দিয়ে বিজয়নগর পানির পাম্প হয়ে পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ করে দলটি।
মিছিল শেষ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত একটি সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এই সরকার জবরদস্তি করে ক্ষমতায় থাকতে আরও একটি পাতানো নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে গিয়ে দেশকে ভয়ংকর বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। মানুষের ভোটের অধিকার নিয়ে এ রকম নয়ছয় নির্বাচন এ দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাকি।