২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

রূপগঞ্জ থানার পূর্বাচল এলাকায় দুটি প্রাইভেট কারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩ জনের মৃত্যু!

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পূর্বাচলে শেখ হাসিনা সরণিতে দুটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখী ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তাদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও তিন জনকে কুর্মিটোলা জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই সড়কের সুলফিনা এলাকার মধ্যে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যাক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়ায় গিয়েছে। তার নাম নুরুল ইসলাম। তিনি রাজধানীর সেগুনবাগিচা এলাকার ব্যবসায়ী বলে জানা গিয়েছে।

আহতদের মধ্যে রয়েছে, নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, গাড়ি চালক শুক্কুর আলী, আরেক প্রাইভেকারের চালক মিলন, যাত্রী সজিবসহ পাঁচ জন।

সেখানকার স্থানীয় মানুষদের বরাত দিয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত গণমাধ্যমকে জানিয়েছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে আসা কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িটি সড়কের একপাশ থেকে আরেক পাশে ছিটকে পড়ে। তখন কাঞ্চনগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত