আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচির ইসলামিক প্রতিষ্ঠান জামিয়া বিনোরিয়া টাউন, জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে সম্পুর্ন হারাম বলে ঘোষণা করে ফতোয়া জারি করেছে।
ওই ইসলামিক প্রতিষ্ঠানটি, বর্তমান যুবস*মাজ ধ্বংস*কারী আধুনিক সময়ের সবচেয়ে বড় প্রলোভন আখ্যা দিয়ে এর ব্যবহারকে অবৈধ বলেও ঘোষণা করেছে। সমাজিক যোগাযোগ মাধ্যমে এ ফতোয়াকে সমর্থন করে প্রশংসা করছেন দেশটি কোটি কোটি মানুষ। বেশীর ভাগ মানুষই টি*কটক সম্পুর্ন রুপে বন্ধ করে দেওয়া দাবি জানিয়েছেন।