আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
এসময় শেখ হাসিনা বলেন, সাত জানুয়ারি নির্বাচন বানচাল করার জন্য বিদেশীরাও কাজ করছে। নির্বাচনের মাধ্যমে আমরা সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দিবো।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, সারা বিশ্বকে সুষ্ঠু নির্বাচন করার মাধ্যমে দেখিয়ে দেয়ারও আহ্বান জানান শেখ হাসিনা।